কাশিমবাজার রেলষ্টেশনের কাছে বোমাতঙ্ক ঘিরে চাঞ্চল্য


সোমবার,০৩/১২/২০১৮
731

বাংলা এক্সপ্রেস---

বহরমপুরঃ বহরমপুর থানার কাশিমবাজার রেলষ্টেশনের ১৩৪নং রেলগেটের কাছে বোমাতঙ্ক ঘিরে চাঞ্চল্য এলাকায়। সোমবার সকাল ১০টা নাগাদ কাশিমবাজার ১৩৪নং রেলগেট সংলগ্ন এলাকায় প্লাস্টিকে মোড়া ৩টি কৌট দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘটনার খবর পেয়ে কাশিমবাজার জি আর পি ঘটনাস্থলে আসে। তারা বহরমপুর থানায় খবর দিলে বহরমপুর থানার পুলিস সেখানে যায়। যদিও তাদের প্রাথমিক অনুমান ওই প্যাকেট গুলিতে বোমা থাকতে পারে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও রেলের গোডাউনের মাল তোলা নামানো বন্ধ রাখা হয়েছে। এলাকা ঘিরে রেখেছে স্থানীয় পুলিস। ঘটনাস্থলে বোমস্কোয়ার্ডকে পাঠানোর ব্যাবস্থা করা হচ্ছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট