ময়দানে আম্বেদকরের মূর্তি ডঃ বি আর আম্বেদকরের নয়, কোন বিদেশীর, উঠল গুরুতর অভিযোগ


সোমবার,০৩/১২/২০১৮
774

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: ডঃ বি আর আম্বেদকরের মুখায়ববের সঙ্গে ময়দানে অবস্থিত যে মূর্তি রয়েছে তার মিল নেই। আম্বেদকরের নাম করে কোন বিদেশীর মূর্তি বসানো আছে। সোমবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এমনই অভিযোগ তুললেন সংবিধান বাঁচাও সমিতির সদস্যরা। সংগঠনের জোনাল সম্পাদক সমীর কুমার দাস বলেন, রাজ্য সরকারকে চিঠি লিখে ওই মূর্তি বদলের দাবি জানিয়েছেন তাঁরা। তবে সরকারি তরফ থেকে কোন উচ্চবাচ্য নেই বলে অভিযোগ করেন তিনি।

সমীরবাবু বলেন, সরকার অবিলম্বে ওই মূর্তি বদল করুক। নতুন করে মূর্তি বসানো হোক। আম্বেদকরের ছবিতে সব জায়গায় দেখা যায় চশমা চোখে। ময়দানের মূর্তিতে নেই। সরকার বদল না করলে তারা নিজেরা নতুন করে মূর্তি বানিয়ে বসাতে রাজি। গনতন্ত্রের রক্ষাকবচ সংবিধানকে সুরক্ষিত করার লক্ষে আগামী ৬ ডিসেম্বর কলকাতায় সমাবেশ করবে সংবিধান বাঁচাও সমিতি। এদিনের সাংবাদিক সম্মেলন থেকে বিজেপির রথযাত্রার কড়া সমালোচনা করেন সংগঠনের আর এক সদস্য কামরুজ্জামান। এসসি, এসটি, ওবিসি এবং ধর্মীয় সংখ্যালঘু জাতি সমূহের বক্তব্য ৬ ডিসেম্বরের সভায় তুলে ধরবে ধরবে বলে এদিন জানান আয়োজকরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট