৬ ডিসেম্বর স্মরণে কাল বামেদের মহামিছিল, তৃণমূল ও বিজেপিকে আক্রমন মহম্মদ সেলিমের


বুধবার,০৫/১২/২০১৮
667

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: বাবরি মসজিদ ধ্বংসের স্মৃতিকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে কাল বামেদের মহামিছিল। বুধবার আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম সাংসদ মহম্মদ সেলিম সাংবাদিক সম্মেলনে বলেন, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে একমাত্র বামেরাই দেশজুড়ে লড়াই করছে। কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃণমূল সরকার একে অপরের পরিপূরক বলে কটাক্ষ করেন তিনি। সেলিম বলেন, গোটা দেশে যখন বিজেপি মুখ থুবড়ে পড়ছে তখন পশ্চিম বঙ্গের মাটিকে উর্বরভূমি করে তুলছে তৃণমূলের সহযোগিতায়। বিজেপির রথযাত্রার পাল্টা তৃণমূলের পবিত্র যাত্রার কড়া সমালোচনা করেন সিপিএমের এই কেন্দ্রীয় নেতারা।

রাজ্যে তৃণমূলের আমলে ২৭ টি দাঙ্গার ঘটনা ঘটেছে বলে এদিনের সাংবাদিক সম্মেলনে দাবি করেন মহম্মদ সেলিম। তাঁর অভিযোগ, কোন ক্ষেত্রেই পরিস্থিতি মোকাবিলায় কার্যকরী ভূমিকা গ্রহন করে নি এরাজ্যের সরকার। কেন একটিরও বিচারবিভাগীয় তদন্ত হল না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। রাজ্য ও কেন্দ্র উভয় সরকারই বেকারদের কর্মসংস্থান থেকে উন্নয়ন- কোন ক্ষেত্রেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। আর তাই ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করতে মানুষের হাতে তরোয়াল তুলে দেওয়া হচ্ছে বলে এদিনের সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেন সিপিএমের এই সংখ্যালঘু মুখ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট