জিওফোনকে টেক্কা দেবে গুগলের নতুন উইজফোন


বুধবার,০৫/১২/২০১৮
5656

বাংলা এক্সপ্রেস---

জিও যেভাবে একের পর এক ধামাকা অফার দিয়ে গ্রাহকদের মন জয় করেছেন। এবার একেবারে অন্যরকম মেজাজে নতুন অফার আনতে চলেছে গ্রাহকদের জন্য। এবার একেবারে অবাক করা দামে ফোর জি ফোন আনতে চলেছে গুগল। ভারতীয় মুদ্রায় দাম হতে পারে ৫০০ টাকা। এমন স্বস্তায় নতুন ফোন নিয়ে বাজারে আসতে চলেছে গুগল এর নতুন উইজফোন ডব্লিউ পি০০৬। এই ফোন থেকে গ্রাহকরা ভিডিও কল করতে পারবে।এছাড়া ফেসবুক, হোয়াটস আ্যপ, ইউটিউব ব্যাবহার করতে বছরে।নতুন বছরে শুরুতে নতুন চমক দিতে চলেছে গুগল। বহু ফিচারস নিয়ে আসতে চলেছে এই বাজেটের মধ্যে এই নতুন ফোনটি।তাই জিও ফোনকে টেক্কা দিতে বাজারে আনতে চলেছে ফোর জি ফোন গুগল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট