ঝাড়গ্রাম: মহাত্মাগান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে জমিতে বনসৃজন উপলক্ষে ১০০ দিনের কাজ করতে গিয়ে মাটি খুঁড়তেই উঠল এক বন্দুক। বন্দুক ঘিরে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। প্রসঙ্গত ২০১৮- ২০১৯ ঝাড়গ্রাম জেলার আগুইবনী গ্রামপঞ্চায়েতের বড় পাল গ্রামে গোকুল মাহাতোর জমিতে বনসৃজন জন্য ১০০ দিনের কাজ চলছিল, বৃহস্পতিবার সকাল বেলায় কাজ শুরু হলে মাটি খুঁড়তেই বেরোল বন্দুক। একদা মাওবাদী অধ্যুষিত বলে পরিচিত ঐ গ্রাম গুলি। মাও শীর্ষ নেতা কিষেনজীর ডেরা ছিল ঐ আগুইবনীর বিডিহান্ডি তে, তাই মাটির তলা থেকে বন্দুক যা উদ্ধার হয়েছে তা প্রাথমিক ভাবে মাওবাদী দের এমন টাই ধারনা গ্রামবাসী দের ।
ঝাড়গ্রামে একশো দিনের কাজ করতে গিয়ে উদ্ধার বন্দুক
বৃহস্পতিবার,০৬/১২/২০১৮
534
বাংলা এক্সপ্রেস---