আবার ধস নামল শেয়ার বাজারে


বৃহস্পতিবার,০৬/১২/২০১৮
873

বাংলা এক্সপ্রেস---

মোট ১৮১ পয়েন্ট পড়েছে নিফটিও। বাজার বন্ধ হওয়ার সময় নিফটি ছিল ১০, ৬০১ পয়েন্ট। নভেম্বর মাসের ২২ তারিখের পর কখনও এতটা নীচে নামেনি নিফটি। এই মাসের শেষে সব থেকে বেশি পয়েন্ট পড়ল শেয়ার বাজারে। মাসের প্রথম দিকে বাজার কিছুটা উর্ধ্মুখি হলেও আবার ধস নামল শেয়ার বাজারে। নিফটির মধ্যে ইন্ডিয়াবুল হাউজিং, মারুতি সুজুকি, বাজাজ ফাইন্যান্সের মতো সংস্থার শেয়ারের দাম কমেছে। এর আগে রেপো রেট অপরিবর্তিত রাখে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এখনও সেই 6.5 শতাংশই থাকছে সুদের হার। কিন্তু শুক্রবার বৈঠকের আগে অনেক বিশেষজ্ঞদদের মনে হয়েছিল রেপো রেট 25 বেসিস পয়েন্ট বা 0.25 । ফলে চিন্তার ভাঁজ শেয়ার মার্কেটে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট