গরীব দুঃস্থদের বিনা পয়সায় পেট পুরে খাওয়ানোর ব্যাবস্থা


শুক্রবার,০৭/১২/২০১৮
475

বাংলা এক্সপ্রেস---

বহরমপুরঃ গরীব দুঃস্থদের সপ্তাহান্তে বিনা পয়সায় পেট পুরে খাওয়ানোর ব্যাবস্থা করল ক্লাবের কয়েকজন সদস্য। প্রতি শুক্রবার বহরমপুর জজকোর্ট সংলগ্ন এলাকার একটি ক্লাবের কয়েকজন সদস্য “মানুষের সাথে মানুষের পাশে” এই শ্লোগান মাথায় রেখে গরীব ও অসহায় মানুষদের দুপুরের আহারের ব্যাবস্থা করেন। শুক্রবার দুপুরেও একই রকম ভাবে ভাল, ডাল, আলু ফুলকপি তরকারি, মুরগীর মাংস এবং চাটনী দিয়ে তাদের পেট পুরে খাওয়ালেন। এই শুক্রবার তাদের ১৩তম সপ্তাহ বলে তারা জানালেন। এদিন এই ক্লাব সদস্যদের স্বাগত জানাতে এগিয়ে আসলেন ডোমকল পৌরসভার চেয়ারম্যান সৌমিক হোসেন।

তিনি এদিন নিজে হাতে প্রায় ৫০০জন গরীব দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের পাতে নিজের হাতে খাবার তুলে দেন। খাওয়া দাওয়া শেষে তাদের হাতে শীত বস্ত্র তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটান। তিনি বলেন প্রতি মাসে একবার করে এই ক্লাবে নিজে আসবেন এবং তাদের সাহায্য করবেন। এই রকম সিদ্ধান্তকে তিনি স্বাগত জানিয়েছেন। গবীর মানুষেরা এই খাবার পেয়ে বেজায় খুশি। হরিহরপাড়া থেকে আসা এক শারীরিক অক্ষম ব্যাক্তি এদিন দুপুরের খাবার পেয়ে এবং শীত বস্ত্র পেয়ে হাসি মুখে বাড়ি ফিরে যান।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট