ঝাড়গ্রাম : ঝাড়গ্রামে পাঁচ কেজি গাঁজা সহ গ্রেপ্তার দুই। ঝাড়গ্রাম থানার পুলিশ বিশ্বস্ত সূত্রে খবর পায় উড়িষ্যা থেকে একটি মারুতি গাড়ি ৫ কেজি গাঁজা নিয়ে ঝাড়গ্রাম বাজার আসছিল এবং অনত্র সেটি পাচার করা হবে। পুলিশ ও ওত পেতে ছিল ঝাড়গ্রাম বাজার শালতলাতে গাড়িটিকে চিহ্নিত করে সঙ্গে সঙ্গে গাড়ি টিকে ঘিরে ফেলে পুলিশ দুই জন সহ গাড়ির ভিতর থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার হয়। এই ঘটনায় দুইজন কে গ্রেফতার করেছে পুলিশ ও গাড়ি সহ গাড়ির চালক কে আটক করেছে।ঝাড়গ্রাম মহকুমা পুলিশ আধিকারিক দীপক সরকারের নেতৃত্বে পুরো অপারেশন টি চলে।
ঝাড়গ্রাম থানার পুলিশের তৎপরতায় ৫কেজি গাঁজা সহ দুই জন গ্রেফতার
শনিবার,০৮/১২/২০১৮
462
বাংলা এক্সপ্রেস---