পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের পাকুই গ্রামে গতকাল রাতে বাবার হাতে খুন হলো ছেলে। গতকাল রাতে মদ্যক অবস্থায় ঘরে ফিরে তার স্ত্রীকে ধরে মারধোর শুরু করে। বাবা মানিক নায়েক ছেলেকে বাধা দিতে গেলে দুজনের মধ্যে গন্ডগোল হয়। বাবা ছেলের মাথার পেছনে লাঠি দিয়ে আঘাত করলে ছেলে মাটিতে পড়ে যায়। পরে ভোর রাতে মারা যায় আনন্দ(২৫)। সকালে ডেবরা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ মানিক নায়েক কে গ্রেপ্তার করে।
Auto Amazon Links: No products found.