তারকেশ্বর স্কুল ছাত্রীকে হায়দ্রাবাদ থেকে উদ্ধার, গ্রেপ্তার এক


সোমবার,১০/১২/২০১৮
452

বাংলা এক্সপ্রেস---

গত ১৪ই নভেম্বর তারকেশ্বর গার্লস স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী শ্রেয়া ঘোষ স্কুলে ভূগোল পরীক্ষা দিতে এসে নিখোঁজ হয়। গত ২৭শে নভেম্বর বাবা সুজিত ঘোষ তারকেশ্বর থানায় অপহরণের অভিযোগ করেন। তারপরই পুলিশ তদন্তে নামে। মোবাইল নম্বর ট্রাক করে জানা যায় সে হায়দ্রাবাদের সনৎ নগর থানা এলকায় আছে। গত ৭ই ডিসেম্বর তারকেশ্বর থানার একটি বিশেষ টিম হায়দ্রাবাদ রওনা দিয়ে শ্রেয়া কে উদ্ধার করে এবং অচিন্ত আদক নামে এক যুবক কে গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে শ্রেয়া কে বাড়ি ফেরানোর জন্য গত কাল কোর্টে তোলা হয়।

পুলিশ সূত্রে খবর, ধৃত অচিন্ত আদকের বাড়ি হুগলীর পুরশুরা থানা এলাকায়। সে শ্রেয়া কে ফুঁসলে নিয়ে যায়। কি কারণে তাকে হায়দ্রাবাদ নিয়ে যাওয়া হয়েছিল খতিয়ে দেখছে পুলিশ এবং গত কাল ধৃত অচিন্ত আদককে আদালতে তোলা হলে জিজ্ঞাসাবাদের জন্য তারকেশ্বর থানার পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট