স্কুলের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান


বুধবার,১২/১২/২০১৮
1400

বাংলা এক্সপ্রেস---

ভাঙড়ের ঘটকপুকুরের সিটি ইংলিশ স্কুলের বার্ষিক সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হল। প্রথম থেকে অষ্টম শ্রেণি প্রর্যন্ত এখানে পড়ুয়ারা পাঠ গ্রহণের সুযোগ পায়। উন্নত পরিকাঠামো ও প্রাকৃতিক পরিবেশের সংমিশ্রণে গড়ে ওঠা স্কুলটি জ্ঞানের আলোক বর্তিকা ছড়িয়ে চলেছে। প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থিরাও সুযোগ পাচ্ছে ইংলিশ শিক্ষার।এটি ভাঙড়ে মধ্যে একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল।

অনুষ্ঠানে বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের দ্বারা পরিবেশিত হয় নৃত্য ও সঙ্গীত।খুদে পড়ুয়াদের মঞ্চ উপস্থাপনা মুগ্ধ করে অতিথিদের। এই অনুষ্ঠান থেকে ক্রিড়াক্ষেত্র ও পড়াশুনায় ভাল ফলাফলকারি ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন, অভিনেতা বিপ্লব চ্যাটার্জি, পরিচালক তপন সাহা, ভাঙড় মহাবিদ্যালয়ের অধক্ষ্য ড.বীরবিক্রম রায়, প্রাণগঞ্জ অঞ্চলের প্রধান সামসুল আলম প্রমুখ। স্কুলের ডিরেক্টর মিজানুর রহমান বলেন, অষ্টম শ্রেণি থেকে খুব শীর্ঘ্যই দশম শ্রেণি অবধি উন্নীত করার পরিকল্পনা রয়েছে আমাদের।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট