বেশ কিছু দিন ধরে শীতের প্রকোপ শুরু হয়েছে। নামছে তাপমাত্রা, বারছে শীত। এই শীতের শুরুতে সাধারনত নতুন ঠাণ্ডা পড়ার জন্য বেশিরভাগ মানুষ কাশির সমস্যায় ভোগেন। এই কাশির সমস্যা থেকে মুক্তি পেতে ব্যাবহার করুন কেশর ব্যাবহার করুন। এই শীতে আমরা সাধারণত কাশি থেকে মুক্তি পেতে মধু ব্যাবহার করে থাকি। তবে কেশর এক্ষেত্রে একটি গুরুত্বপুর্ন উপাদান তা বলাই যায়। কেশর এক গ্লাস গরম দুধে মেশান, তারপর তা পান করুন দেখবেন এতে অনেকটাই সুরাহা পাবেন। রাতে কিছুটা হলেও কাশির প্রকোপ কমবে। এটি একটি ঘরোয়া টোটকা ।
ঠাণ্ডায় কাশির সমস্যা আছে তাহলে এই প্রতিবেদন টি পড়ুন
বুধবার,১২/১২/২০১৮
2635
বাংলা এক্সপ্রেস---