দুই দেশ, তবে প্রানের মাঝে রয়েছে বাংলা। প্রতিবেশী দেশের সাথে এবার মেলবন্ধন ঘটতে চলেছে খুব শীঘ্রই। যদিও এপার বাংলার বহু লোক এখনো যাতায়াত করেন বাংলাদেশে। কিন্তু এই যাত্রা আরও মজবুত হতে চলেছে আর কিছু দিনের মধ্যে। পড়শি দেশের মধ্যে দিয়েই এ বার রেলপথে জুড়বে কলকাতা-শিলিগুড়ি। রেল সুত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। নতুন বছরের শুরুতে নতুন চমক অপেক্ষা করছে আপামর বাঙালীর জন্য। রেল কর্তিপক্ষের দাবি মুলত দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক এর উন্নতি ঘটাতে এই রেলপথ জোড়া হচ্ছে। আবার শুরু হবে নতুন যাত্রা এত দিনের স্বপ্ন পুরন হতে চলেছে দুই বাংলার মানুষের। ভারত বিভক্তির পরেও এতটুকু সম্পর্কের ছেদ পড়েনি দুই দেশের মধ্যে।
ঢাকা, বরিশাল থেকে আজও বহু মানুষ ছুটে আসেন এই তিলোত্তমা কলকাতার বুকে। প্রানের শহরের টানে ছুটে আসে বহু পর্জটক অপার বাংলা থেকে। এবার সেই যাত্রা আরও সহজ হয়ে উঠবে খুব শীঘ্রই। তবে রেল দফতর সুত্রের খবর প্রথমে এই রুটে মালবাহী ট্রেন চলবে, পরবর্তীকালে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। দুই বাংলার মানুষের আবার মেলবন্ধন ঘটবে শীঘ্রই এই কলকাতা জুড়ে। এই পরিষেবা চালু হলে শিয়ালদহ থেকে পেট্রাপোল সীমান্ত হয়ে বাংলাদেশে ঢুকবে ট্রেন। বাংলাদেশের ভিতরে পার্বতীপুর, দর্শনা, সঈদপুর, নীলফামারি, তোরণবাড়ি, দোমার, চিলাহাটিপেরিয়ে ফের তা গিয়ে উঠবে ভারতের হলদিবাড়িতে। সেখান থেকে গিয়ে পৌঁছবে শিলিগুড়ি। সুতারাং বলা যায় নতুন বছরের শুরুতে নতুন যাত্রা শুরু হবে দুই বাংলার মধ্যে।