ডাকাতি করার আগেই ডাকাত দল গ্রেপ্তার


বুধবার,১২/১২/২০১৮
468

বাংলা এক্সপ্রেস---

সুতিঃ ডাকাতি করার আগেই ডাকাত দলকে গ্রেপ্তার করল সুতি থানার পুলিস। মঙ্গলবার গভীর রাতে সুতি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ৩৪নং জাতীয় সড়কের ধলারমোড় সংলগ্ন এলাকায় একদল ব্যাক্তিকে দেখতে পায়। তাদের দেখে সন্দেহ হওয়ায় তাদেরকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে কিছু ধারালো অস্ত্র, ১টি পিস্তলএবং ১রাউন্ড গুলি উদ্ধার করে।

 পুলিশ জানায় ধৃত ব্যাক্তিদের জেরা করে জানতে পারে তারা ডাকাতি করার উদ্দেশ্য নিয়েই ওই জায়গায় জড়ো হয়েছিল। যদিও পুলিসের জালে ধরা পড়ে সফিজুল মহলদার, হাকিম সেখ, সেহেন কাজল এবং কালাম মহলদার নামে ৪জনের ডাকাত দল। আরও কয়েকজন পালিয়ে গেছে বলে জানা গিয়েছে। পুলিস তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। ধৃতদের বাড়ি সুত থানার বিভিন্ন এলাকায়। পুলিস বুধবার ধৃতদের আদালতে তুলেছে। 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট