গনবিবাহের আসর বসলো গোপীবল্লভপুরে


বৃহস্পতিবার,১৩/১২/২০১৮
519

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: গোপীবল্লভপুরের ত্রিবেনী যুব জন কল্যান অর্গানাইজেশন এর উদ্যোগে গনবিবাহের আয়োজননকরা হয়েছিল।গোপীবল্লভপুরের যাত্রাময়দানে মঞ্চ তৈরী করে গনবিবাহ অনুষ্ঠান হলো। এই বৎসর ত্রিবেনী অর্গানাইজেশনের গনবিবাহ দশম বছরে পা দিল। এই গনবিবাহে (১৮) জোড়া পাত্র-পাত্রীর বিয়ে দেওয়া হয়। বাঙালি,কুর্মী,আদিবাসী বিভিন্ন রীতি নিয়ম মেনে বিয়ে করানো হয়। ত্রিবেনী অর্গানাইজাশেনের সম্পাদক সনাতন দাস বলেন এই বিয়ে তে আঠারো জন পাত্র কে বরের সাজ ও পাত্রীদের বিয়ের সাজ দেওয়া হয়েছে। এছাড়া আঠারো জন পাত্র-পাত্রীদের।

বিছানা, গদি, বাসনপত্র, আলমারি, সাইকেল, সোনার নাকছাবি, হাতঘড়ি ও একবছরের জন্য পরিধানের পোশাক দেওয়া হয়েছে।সনাতন দাস বলেন এই বৎসরের গনবিবাহ মিলেয়ে দশ বছরে মোট (৭৮৭) জনের বিয়ে দেওয়া হয়েছে। বিয়ে দেওয়া সমস্ত পরিবারের সাথে ত্রিবেনী অর্গানাইজেশনের সদস্য যোগাযোগ রেখেছি। পাত্র-পাত্রী দের দাম্পত্য জীবনে সাথে সবসময় পাশে রয়েছে এই সংস্থা। বুধবার গনবিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের মহান্ত মহারাজ শ্রী শ্রী কৃষ্ণ কেশবানন্দ দেবগোস্বামী, নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্ম্মু, গোপীবল্লভপুর থানা আধিকারীক সুদীপ ব্যানার্জী, বল্ক আধিকারীক এছাড়া বিশিষ্ট ব্যাক্তিবর্গরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট