বহরমপুর পৌরসভার মেয়াদ শেষ


বৃহস্পতিবার,১৩/১২/২০১৮
486

বাংলা এক্সপ্রেস---

বহরমপুরঃ বহরমপুর পৌরসভার মেয়াদ শেষ হল বৃহস্পতিবার। আর তার পরেই বৃহস্পতিবার দুপুরে বহরমপুর পৌরসভার চালানোর দায়িত্ব পড়ল প্রশাসনের। সেই পরিপেক্ষিতে বহরমপুর পৌরসভার দায়িত্ব নিলেন বহরমপুর মহকুমা শাসক দীপাঞ্জন মুখোপাধায়্য। বহরমপুর মহকুমা শাসক দীপাঞ্জন মুখোপাধ্যায় জানান যে, সরকারি নিয়মরীতি মেনেই তিনি এই পৌরসভার দায়িত্বভার গ্রহন করলেন। দৈনন্দিন নাগরিক পরিষেবা শহরের মানুষ যাতে পায় সেটা দেখা তার দায়িত্ব এবং কর্তব্য। তিনি বলেন তাদের মূল লক্ষ্য শহরের মানুষ যেন পরিষেবা থেকে বঞ্চিত না হয়।

 বহরমপুর পুরসভার সঙ্গে চেয়ারম্যান নীলরতন আঢ্যের বংশ পরম্পরায় অবিচ্ছেদ্য সম্পর্ক। বৃহস্পতিবার দুপুর ২টোয় সেই সম্পর্কে ছেদ পড়ল তার। নির্বাচিত কাউন্সিলদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এবং নতুন করে নির্বাচন না হওয়ায় বহরমপুর মহকুমাশাসক দীপাঞ্জন মুখোপাধ্যায়কে বহরমপুর পুরসভার দায়িত্ব তুলে দিলেন বিদায়ী পুরপ্রধান নীলরতন আঢ্য। এদিন পৌরসভার প্রাঙ্গণে ২৮জন কাউন্সিলারের জন্য বিদায়ী অনুষ্ঠান হয়। বিদায়ী পুরপ্রধান ও বিদায়ী কাউন্সিলরদের ফুলের তোড়া এবং মোমেন্ট দিয়েসম্বর্ধনা দেওয়া হয় এদিন। নীলরতন আঢ্য এদিন বলেন কাউন্সিলর নির্বাচিত হন ১৯৮১ সালে। তিনি প্রথম উপ-পুরপ্রধান হন ১৯৯৮ সালে। টানা ৩ বছরের কাউন্সিলর নীলরতন বাবুকখনও নির্বাচনে হারেন নি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান ছাড়াও অন্যান্য কাউন্সিলারগন এবং পৌরসভার কর্মচারী বৃন্দ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট