চোটের জন্যই সনি নেই রবিবাসরীয় ডার্বিতে


শনিবার,১৫/১২/২০১৮
666

বাংলা এক্সপ্রেস---

রবিবারের ডার্বি ঘিরে উত্তেজনা তুঙ্গে, ডার্বি মানেই আলাদা উত্তেজনা, আলাদা রোমাঞ্চ, আলাদা উন্মাদনা ,কি হবে এই ম্যাচের ফলাফল সেদিকে চোখ গোটা ফুটবল প্রেমীদের। এবারের সনির ট্র্যাজেডিটা আগের বারের সঙ্গে অক্ষরে অক্ষরে মিলে না গেলেও, অনেকটাই মিল রয়েছে। বাঙালির চির আবেগের ম্যাচের আগে খবর, পায়ের পেশির চোটে কাতর সনি ডার্বি থেকে ছিটকে গিয়েছেন। শনিবার সকালে সাংবাদিক বৈঠকে মোহনবাগান কোচ শঙ্করলাল চক্রবর্তী জানিয়ে দেন, চোটের জন্যই সনি নেই রবিবাসরীয় ডার্বিতে।

সনির মত তারকা ফুটবলার ছিটকে যাওয়ার কারনে চিন্তার ভাঁজ সবুজ মেরুন শিবিরে। তবে সনির ছিটকে যাওয়ায় কিছুটা হলেও চাপে ফেলে দিয়েছে শতাব্দীপ্রাচীন এই দলকে। ডার্বির মত গুরুত্বপুর্ন ম্যাচে এমন তারকা প্লেয়ারের অভাব বোধ করবে গোটা টিম তা বলার অপেক্ষা রাখে না।ম্যাচের আগে এই খবর শুনে কিছুটা হলেও উজ্জীবিত বিরোধী শিবির। সনি ছাড়া কেমন খেলবে গোটা টিম তা সময়ই বলবে। সুত্রের খবর চোটের কারনেই রবিবাসরীয় ডার্বিতে দেখা যাবে না এই ফুটবলার কে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট