বাংলার বিনোদনের পর্দায় আসছে চিরন্তন সাহিত্য আরব্য রজনী


শনিবার,১৫/১২/২০১৮
1796

বাংলা এক্সপ্রেস---

আজকাল আমরা টেলিভিশনের পর্দায় নজর রাখলে দেখতে পাই নানান ধরনের বিনোদন মুলক অনুষ্ঠান । কখনো সংসারিক নানান ধরনের ধারবাহিক, আবার কখনো রান্নার নানা ধরনের রেসিপি নিয়ে তৈরি নানান চিত্রনাট্য। তবে এবার বাংলায় টেলিভিশনের পর্দায় আসতে চলেছে এক অন্য ধরনের ধারাবাহিক, নব্বইয়ের দশকে বিপ্লব সৃষ্টি কারী চিত্রনাট্য এবার আসতে চলেছে কালারস বাংলায়। এই চিত্রনাট্য যা সাড়া ফেলে দিয়েছিল এক সময় গোটা বিশ্বের বিনোদন জগতে।

সুলতান শাহরিয়ার ও তার বেগম শেহেরজাদের ১০০১ রাতের এই কাহিনিমালা অনুসরণেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক এবং সুলতান শাহরিয়ারের চরিত্রের জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছেন গৌরব। এই কিংবদন্তী চরিত্র দেখার জন্য অপেক্ষারত আট থেকে আশি সকলে। বর্তমানে যে ধরনের ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তাঁর থেকে এক ভিন্নধর্মি চরিত্র ফুটে উঠবে বিনোদনের পর্দায়। এক সময়ে আলোড়ন সৃষ্টি কারী কিংবদন্তী চরিত্র গুলি সাথে গল্পের প্লট দর্শককে নিয়ে যাবে সেই পুরানো আঙ্গিকে। আরব্য রজনী নিয়ে তৈরি এই চিত্রনাট্য নিয়ে কৌতুহলের অন্ত নেই সকলের। সবার প্রিয় ছোটবেলার বইয়ের পাতায় পড়া সেই গল্প আসতে চলেছে বিনোদনের পর্দায়। বিনোদন সংক্রান্ত আরো খবর জানতে হলে চোখ রাখুন বাংলা এক্সপ্রেসের পেজে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট