আজ সকাল থেকেই আকাশের মুখ ভার, সূর্য্যি মামার দেখা নেই। এরই মধ্যে রাজ্যর ১০ টি জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানাল আবহাওয়া দপ্তর। রাজ্যের প্রায় ১০ টি জেলায় এই বৃষ্টির আশঙ্কা রয়েছে।পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার মতো জেলায় সোমবার বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। একই ভাবে মঙ্গলবার বৃষ্টি হবে নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমের মতো জেলায়। বৃষ্টির পাশাপাশি সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা থাকায় মৎস্যজীবীদের আপাতত গভীর সমুদ্রে যেতে বারণ করেছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরে নিন্নচাপের দরুন এই বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তর সুত্রের খবর। আবার অন্যদিকে দানা বাঁধতে চলেছে ঘুর্নি ঝড়। যদিও এই ঝড় বাংলায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ অন্য জেলা গুলিতেও প্রভাব পরবে এই ঘুর্নি ঝড়ের।
রাজ্যের দশটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানাল আবহাওয়া দপ্তর
রবিবার,১৬/১২/২০১৮
1513
বাংলা এক্সপ্রেস---