গৃহবধূকে শ্বাসরোধ করে খুন


রবিবার,১৬/১২/২০১৮
445

বাংলা এক্সপ্রেস---

বহরমপুরঃ গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। মৃত গৃহবধূর নাম অনিন্দিতা ঘোষ(৩০)। ঘটনাটি বহরমপুর থানার মধুপুর পফেসারপাড়া এলাকায়। মৃত গৃহবধূর বাবা অনিল গোস্বামী অভিযোগ করেন যে গত ৪বছর আগে তাদের একমাত্র মেয়ের বিয়ে দেয় মধুপুরের বাসিন্দা পেশায় বেসরকারি স্কুলের কর্মী অভিষেক ঘোষের সঙ্গে। বিয়ের পর ওই গৃহবধূ জানতে পারেন তার স্বামী অভিষেক ঘোষের সঙ্গে তার নিজের অবিবাহিত ননদ দেবারতী ঘোষের অবৈধ্য সম্পর্কের কথা। এই নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত।

শ্বশুর বাড়ির লোকজন ওই গৃহবধূকে শারীরিক ও মানসিক অত্যাচার করত। শুক্রবার দুপুরে জামাই অভিষেক ঘোষ মেয়ের বাবা অনিল গোস্বামীকে ফোন করে বলে তার মেয়ে অসুস্থ। খবর পেয়েই মেয়ের বাড়ির লোকজন ছুটে এসে দেখে তাদের মেয়েকে শ্বাসরোধ করে খুন করে খাটের উপর ফেলে রেখেছে। আত্মহত্যার ঘটনা সাজানোর জন্য গলায় ফাঁস লাগিয়ে এবং সিলিং ফ্যানে কাপড় ঝুলিয়ে দিয়েছে। ঘটনার খবর জানাজানি হতেই স্থানীয়রা পুলিসে খবর দেয়। বহরমপুর থানার পুলিস ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পুলিস লিখিত অভিযোগের ভিত্তিতে স্বামী অভিষেক ঘোষ, শ্বশুর বিবেকানন্দ ঘোষ, শ্বাশুড়ি মঞ্জুসা ঘোষ, ননদ দেবারতী ঘোষকে গ্রেপ্তার করেছে। পুলিস মৃতদেহটি ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট