দোতলার ঘর থেকে পল্লবী মিত্রর নিথর দেহ উদ্ধার


রবিবার,১৬/১২/২০১৮
503

বাংলা এক্সপ্রেস---

গতকাল মধ্য রাতে কোন্নগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সিসি ঘোষাল লেনের বাসিন্দা পল্লবী মিত্রর (৩৫) দোতলার ঘর থেকে নিথর দেহ উদ্ধার করে উত্তরপাড়া থানার অন্তর্গত কোন্নগর ফাঁড়ির পুলিশ। বধূর বাপের বাড়ির অভিযোগ দীর্ঘদিন ধরেই তাদের জামাই এর সাথে মেয়ের অশান্তি লেগেই থাকতো প্রায়দিনই। মূলত জামাই অতিরিক্ত মদ্যপান করতো এই কারণে প্রতিদিন স্বামী ও স্ত্রীর মধ্যে গন্ডগোল লেগেই থাকতো, বধূর বাপের বাড়ির লোকজন এর আগেও এই সমস্যা সমাধানের চেষ্টা করেও তা কাজে দেয়নি, যদিও পুলিশ মৃতার স্বামী সুজয় মিত্র কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে, মৃতার পরিবারের পক্ষ থেকে জানানো হয় তাদের মেয়ে কে নিয়মিত মদ খেয়ে জামাই অত্যাচার করতো,যারফলে আজ এই ঘটানো ঘটেছে,তারা চান দোষীদের কঠোর শাস্তি হোক।অভিযুক্ত স্বামী সুজয় মিত্র কে আজ শ্রীরামপুর আদালতে তোলা হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট