পশ্চিম মেদিনীপুর: প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ সুচনা হল বেলদায়। বেলদা গঙ্গাধর অ্যাকাডেমি প্রাঙ্গনে সংগঠিত হয় ১১ তম বর্ষের বইমেলার। পতাকা উত্তোলন মনীষীদের মূর্তিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ সুচনা করেন আনন্দ পুরস্কার প্রাপ্ত কবি সুধীর দত্ত। পাশাপাশি প্রয়াত ভরত বাগের মূর্তিতে মাল্যদান করেন উপস্থিত অতিথিরা। সাতদিন ধরে চলা এই অনুষ্ঠানে শুধু বইপড়া কিংবা বই কেনা নয়, প্রতিদিন থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ক্যুইজ সহ নানা অনুষ্ঠান।
বইমেলার শুভ উদ্বোধন বেলদায়
রবিবার,১৬/১২/২০১৮
518
বাংলা এক্সপ্রেস---