পশ্চিম মেদিনীপুর : সোমবার গোয়ালতোড়ে সভা করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই সভা থেকেই লোকসভা ভোটের আগে বিজেপিতে ভাঙ্গন ধরাল তৃনমূল কংগ্রেস। প্রায় ২৫০ জন বিজেপি কর্মী অভিষেকের হাত ধরে যোগদান করলেন তৃনমূল কংগ্রেসে। উল্লেখ্যে, গতকাল তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি বলেছিলেন, বিজেপির বহু নেতা-কর্মী, পঞ্চায়েত সদস্য সভায় যাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। চমকও থাকবে। আর সেই চমক দেখাল অভিষেক বন্দ্যোপাধ্যাইয়ের এই সভা।প্রসঙ্গত,পঞ্চায়েত ভোটে জেলার যে সব এলাকায় তৃণমূল ধাক্কা খেয়েছে তার মধ্যে গোয়ালতোড় ছিল অন্যতম। ১০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৩টিতে বিজেপি বোর্ড গড়েছে। পঞ্চায়েত সমিতির ২৫ টি আসনের মধ্যে ৭টিতে জিতেছে বিজেপি। ‘হারানো’ জমি ‘পুনরুদ্ধারে’ই অভিষেককের সভা গোযালতোড়ে।
পশ্চিম মেদিনীপুরে অভিষেকের সভায় ভাঙল ‘পদ্ম- শিবির’
সোমবার,১৭/১২/২০১৮
527
বাংলা এক্সপ্রেস---