গোয়ালতোড়ের সভায় বিজেপিকে বাংলার সাম্প্রদায়িক অসুর বলে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের


সোমবার,১৭/১২/২০১৮
392

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর : গণতন্ত্র বাঁচাও রথযাত্রা নিয়ে রাজ্য সরকার ও বিজেপির সংঘাত তুঙ্গে। এমনকি নবান্নের অসম্মতিতে পশ্চিমবঙ্গে রথের চাকা ঘোরানো বর্তমানে প্রায় অসম্ভব। এ অবস্থায় বিজেপিকে তীব্র কটাক্ষ সাংসদ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এর। গোয়ালতোড় এর সভা থেকে তৃণমূল সাংসদের কটাক্ষ- এটা কোনো রথ নয় এটা রেস্তোরাঁ থেকে আনা বিলাশবহুল সেভেন স্টার গাড়ি। এর রথ বাংলার সাম্প্রদায়িক অসুরদের রথ। অভিষেকের দাবি, বিজেপি ধর্ম বিক্রি করে রাজনীতি করে।

পাশাপাশি তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি প্রধানমন্ত্রীর নমামি গঙ্গে প্রকল্প নিয়েও একহাত নেন বিজেপিকে। তার দাবি “নমামি গঙ্গে” তে দুর্নীতির পরিমাণ ৩ হাজার কোটি টাকা। পাশাপাশি দলকে শক্ত করতে কর্মীদেরকেও চাঙ্গা করার চেষ্টা করেন অভিষেক ব্যানার্জি। ২০১৯ এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ৪২ এ ৪২ টা সিট আনতে নেতার একত্রিত হওয়ার বার্তা দেন তৃণমূলের এই হেভিওয়েট সংসদ।বিজেপির গণতন্ত্র বাচাও যাত্রা নিয়ে তরজা যে আরও তুঙ্গে উঠবে এমনটাই মত রাজনৈতিক মহলের ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট