NRC – র নামে যেন একজন ভারতীয়রও নাম বাদ না পড়ে: তরুণ গগৈ


সোমবার,১৭/১২/২০১৮
684

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: এনআরসি-র নামে লক্ষ লক্ষ বাঙালির নাম বাদ পড়ায় বিজেপিকেই দায়ি করলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। তবে এনআরসি -র বিরোধীতা করেননি তিনি। অসমের বিজেপি নেতৃত্বাধীন সরকার এর ভুল রূপায়ণ করছে বলে অভিযোগ করেন তিনি। সোমবার কলকাতা প্রেস ক্লাবে দলিত ও সংখ্যালঘু উন্নয়ন পরিষদের এনাআরসি নিয়ে আলোচনাসভায় অংশ নিয়েছিলেন অসমের প্রাক্তন এই কংগ্রেসি মুখ্যমন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এদিন তিনি বলেন, রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসবে কংগ্রেস। অসমে অসমীয়া- বাঙালির মধ্যে কোন বিরোধ নেই বলেই মন্তব্য তাঁর। ভোটার তালিকায় নাম আছে এমন কোন ভারতীয়র নাম বাদ পড়ার বিপক্ষে কংগ্রেস- মন্তব্য তরুণ গগৈয়ের। কেন কংগ্রেসের শাসনকালে এনআরসি সমস্যার সমাধান করা হয়নি তা নিয়ে প্রশ্ন তোলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। বিজেপির বিরুদ্ধেও কামান দাগেন তিনি। এদিনের আলোচনা সভায় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়, কংগ্রেস নেতা সর্দার আমজাদ আলি, ওমপ্রকাশ মিশ্র সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এদিনের আলোচনা সভায় অংশ নিয়েছিলেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট