পার্থ টেস্টে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া


মঙ্গলবার,১৮/১২/২০১৮
606

বাংলা এক্সপ্রেস---

প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩২৬ রান করে অস্ট্রেলিয়া, জবাবে বিরাট কোহলির ব্যাটে ভর করে ২৮৪ রান করে ভারত।টিম ইন্ডিয়ার সামনে এদিন টার্গেট ছিল ২৮৭ রান। কিন্তু একের পর এক উইকেট হারিয়ে চাপে পরে যায় ভারতীয় দল। আজ সকালে ব্যাট করতে নামেন হনুমা বিহারী ও ঋশভ পান্থ। কিন্তু শেষ রক্ষা হল না ৬ উইকেটের মাথায় পড়ে যায় হনুমা বিহারী উইকেট। ঋশভ সমতা ফেরানোর চেষ্টা করলেও তিনি ব্যার্থ হন। ঋশভের আউটের পর তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে ভারতের ইনিংস। বিরাট কোহলি ছাড়া আর অন্য কোন ব্যাটসমান ম্যাচের রাস ধরে রাখতে পারেনি।

ওপেনিংয়ের ব্যার্থতা সাথে স্পিনার ছাড়া মাঠে নামা এই টেস্টে পরাজয়ের অন্যতম কারন বলে মনে করছে বিশেষজ্ঞরা। চার টেস্টের সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া। সিরিজের ফলাফল এখন ১-১। হনুমা বিহারী ও ঋশভ পান্থের ইনিংসের উপর ভর করে কিছুটা এগোলেও শেষ রক্ষা হল, অস্ট্রেলিয়ার বোলারদের দাপটে ধরাশায়ী টিম ইন্ডিয়া। ভারতের শেষের দিকের ব্যাটসম্যান দের মধ্যে অনেকেই শুন্য রানে ফিরে যান। ফ্লস্বরুপ ১৪০ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। এই জয়ের ফলে কিছুটা হলেও স্বস্তিতে অস্ট্রেলিয়া দল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট