রাজ্যে দাঙ্গা বাঁধাতে চাইছে বিজেপি: সূর্যকান্ত মিশ্র


মঙ্গলবার,১৮/১২/২০১৮
646

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: রাজ্যে দাঙ্গা বাধাতে চাইছে বিজেপি। তাই রামমন্দির গড়ে তোলার জিগির তুলছে। ধর্মতলার ওয়াই চ্যানেলে আয়োজিত উত্তর ২৪ পরগনা জেলা বামফ্রন্টের সমাবেশে যোগ দিয়ে বিজেপিকে এই ভাষাতেই আক্রমন করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। কেন্দ্রের শাসক দল বিজেপি ও রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস রাজ্যে মেরুকরনের রাজনীতি করছে বলে অভিযোগ করেন তিনি। আর তাই বিজেপির রথযাত্রা নিয়ে রাজ্য সরকার জটিলতা জিইয়ে রাখতে চাইছে বলে অভিযোগ সূর্যবাবুর। বিজেপি ও তৃণমূল মুদ্রার এপিঠ আর ওপিঠ বলে কটাক্ষ করেন তিনি।

অবিলম্বে আমডাঙায় স্বাভাবিক অবস্থা ফেরাতে হবে, ৩ টি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের কাজ করতে হবে, মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া নিরীহদের নিঃশর্তে মুক্তি দিতে হবে, ঘর ছাড়াদের অবিলম্বে ঘরে ফেরাতে হবে – এইসব দাবি নিয়ে বামফ্রন্টের উত্তর ২৪ পরগনা জেলা কমিটি মঙ্গলবার প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করে ধর্মতলার ওয়াই চ্যানেলে। এই সমাবেশ থেকে সূর্যবাবু বাম কর্মীসমর্থকদের কাছে আহ্বান জানান রাজ্যে বিজেপিকে এক ইঞ্চিও জমি না ছাড়ার।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট