মেদিনীপুর শহরে পথদুর্ঘটনা


মঙ্গলবার,১৮/১২/২০১৮
481

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর : মঙ্গলবার দুপুরে মাছ বিক্রি করে ফেরার পথে বেপরোয়া বাসের মুখে পড়ে গুরুতর জখম হলো এক ব্যক্তি। ঘটনাটি ঘটে মেদিনীপুর শহরের মহাতাবপুর চকে। জানা গিয়েছে, এদিন দুপুরে কানাই সাহা(৬২)নামে এক ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় হঠাৎই দ্রুত বেগে ছুটে আসা এক বাসের মুখে পড়ে যায়। এর পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজে।

স্থানিয় মানুষ ক্ষিপ্ত হয়ে ব্যাপক ভাঙচুর চালায় বাসে। বাসের সমস্ত টায়ার পাংচার করে দেওয়া হয়। এরপরেই স্থানীয় মানুষ ক্ষিপ্ত হয়ে দুগুনে তলার থেকে জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তা অবরোধ করে। আধাঘণ্টা অবরোধ চলার পর পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। বাসের গতি সামলাতে রাস্তার উপরে বাম তৈরি করার দাবি জানায় স্থানীয়রা। পুলিশ এসে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট