আবারও ২জন গোরু পাচারকারী সহ ১৫টি গোরু আটক করল সুতি থানার পুলিস


বুধবার,১৯/১২/২০১৮
375

বাংলা এক্সপ্রেস---

সুতিঃ ফের বুধবার আবারও সুতি থানার পুলিস ২জন গোরু পাচারকারী সহ ১৫টি গোরু আটক করল। মঙ্গলবার রাত্রে মুর্শিদাবাদের সুতি থানার পুলিস গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানার ৩৪নং জাতীয় সড়ক থেকে গোরু পাচার করার সময় ১৫টি গোরু সহ দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করে। পুলিসের হাতে ধরা পড়ার পর জেলার মুখে ধৃত আলমগীর শেখ এবং নব কুমার মন্ডল গোরু পাচার করার কথা স্বীকার করে।

ধৃতরা দীর্ঘদিন ধরে গোরু পাচারকারীর সঙ্গে যুক্ত বলে পুলিস সূত্রে খবর। ধৃত আলমগীর সেখের বাড়ি সুতি থানার কাশিমনগর এলাকায় এবং অপর ধৃত নব কুমার মন্ডলের বাড়ি সুতি থানার সরলা এলাকায় বলে জানা গিয়েছে। বুধবার ধৃত ব্যাক্তিদের জঙ্গীপুর আদালতে তোলা হবে। উল্লেখ্য গত কয়েকদিন আগে সুতি থানার দায়িত্বে এসেছেন ওসি অরূপ রায়। আর তারপর থেকেই গোরু পাচারকারীদের ধরতে সক্ষম হয়ে ওঠেন তিনি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট