রাজ্য মন্ত্রীসভায় সুজিত, তাপস, রত্না, নির্মল


শুক্রবার,২১/১২/২০১৮
734

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: শোভন চট্টোপাধ্যায় দমকল দফতর সহ তাঁর দায়িত্বে থাকা সব কটি দফতর থেকে ইস্তফা দিয়েছিলেন। সেইসব শূণ্যস্থান পূরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য মন্ত্রীসভায় চারজন নতুন মুখ নিয়ে এলেন তিনি। যুব নেতা সুজিত বসু দমকল দফতরের স্বাধীন দায়িত্ত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হলেন। অাবাসন দপ্তরের স্বাধীন দায়িত্ত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলেন চন্দ্রিমা ভট্টাচার্য। মন্ত্রীসভায় জায়গা করে নিয়েছেন নির্মল মাজিও। তাঁকে শ্রমদপ্তরের রাষ্ট্রমন্ত্রী করেছেন মমতা। ক্ষুদ্র কুটির শিল্প দফতরের রা্ষ্ট্রমন্ত্রী দায়িত্ব দেওয়া হয়েছে চাকদার বিধায়ক রত্না ঘোষ করকে ।পার্থ চট্টাপাধ্যায়ের সঙ্গে পরিষদীয় দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্বে আনা হয়েছে সুজিত বসু এবং তাপস রায়কে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট