নয়াগ্রামে পূর্ন বয়স্ক স্ত্রী দাঁতালের মৃতদেহ উদ্ধার


শুক্রবার,২১/১২/২০১৮
475

কার্ত্তিক গুহ---

ঝাড়গ্রাম: শুক্রবার সকালে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের আডরাগ্রামে একটি পূর্ন বয়স্ক স্ত্রী দাঁতালের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু কিভাবে এই দাঁতালের মৃত্যু হয়েছে সেই বিষয়েই প্রশ্ন ঘুরে ফিরে বেড়াচ্ছে এলাকার বাসিন্দাদের মনে।স্থানীয় সুত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দা দিলীপ সিংহ বাড়ির কাছে মৃত অবস্থায় পড়েছিল হাতিটি। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন কেশর রেখা রেঞ্জ বনদপ্তরের কর্মীরা। বনদপ্তরের প্রাথমিক অনুমান অসুস্থ হয়ার কারনে মৃত্যু হয়েছে ঐ দাঁতালের। অথবা কারেন্ট শক খেয়েও মারা যেতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

এই কারনেই হাতির দেহটিকে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে পাঁচকাইনা বিট অফিসে। ময়না তদন্তের পরেই তার মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলে জানিয়েছেন বনকর্মীরা। বনদফতর সুত্রে জানা যায়, ওড়িশা থেকে আসা প্রায় পঁয়ত্রিশটির বেশি হাতি নয়াগ্রাম ব্লকের বিভিন্ন জঙ্গলে ঘোরাঘুরি করছে। উল্লেখ্য ওড়িশা, ঝাড়খণ্ড সীমান্ত পেরিয়ে বিভিন্ন সময় হাতির দল জঙ্গলমহলে ঢুকে রেসিডেন্সিয়াল হয়ে পড়ে।ফলে হাতির হানায় ফসলের ক্ষতি ও বাড়িঘর ভাঙার পাশাপাশি মানুষের মৃত্যুর ঘটনা ঘটে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট