কলকাতা: কয়েকদিন আগেই জিএসটি কাউন্সিলকে অন্ধকারে রেখে চারটি আইটেম এর GST রেট ঘোষণা করেন প্রধানমন্ত্রী। যা নিয়ে তীব্র সমালোচনা করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। এই ঘোষণাকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী।
নবান্নে সাংবাদিক সম্মেলন করে তিনি প্রশ্ন তোলেন, GST কাউন্সিল থাকা সত্বেও সেখানে আলোচনা ছাড়া কিভাবে GST রেট নিয়ে ঘোষণা করেন প্রধানমন্ত্রী ? পাশাপাশি তিনি বলেন, পার্লামেন্ট চলাকালীন কি এই ভাবে বাইরে GST নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী ? পাশাপাশি, অর্থমন্ত্রী বলেন GST এর আওতাতে না থাকা সত্ত্বেও মদ এর উপরে কিভাবে GST রেট ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
পাশাপাশি তিনি জানিয়েছেন, ২২ ডিসেম্বর এর GST কাউন্সিল এর বৈঠকে তিনি থাকবেন, সেখানে এই প্রশ্ন তুলবেন এবং জবাব চাইবেন দেশের অর্থমন্ত্রীর কাছে।
রাজ্যের অর্থমন্ত্রী আরও বলেন, এই রেট কমানোর বিষয়ে আগেই রাজ্য সওয়াল করেছিল এক বছর আগে।