বেলডাঙ্গাঃ আগ্নেয়াস্ত্র অস্ত্র সহ এক দুস্কৃতিকে গ্রেপ্তার করল বেলডাঙ্গা থানার পুলিস। শুক্রবার বেলা ১০টা নাগাদ বেলডাঙ্গা থানার পুলিস গোপন সূত্রে খবর পেয়ে বেলডাঙ্গার মির্জাপুর খাগরুপাড়ার মোড় থেকে আনসার আলী নামে এক দুস্কৃতিকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১টি9mm পিস্তল, ১টি 7mm পিস্তল, ১টি মাসকেট ৪টি পাইপগান এবং ১০রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। পুলিস জানিয়েছে ধৃত দুস্কৃতি আনসার আলী ওরফে হাবল সেখ এলাকায় কুখ্যাত দুস্কৃতি বলেই পরিচিত। আজ বাজেয়াপ্ত হওয়া আগ্নেয়াস্ত্রগুলি সে পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল। পুলিস সেই সময় তাকে হাতে নাতে গ্রেপ্তার করে। ধৃতকে আদালতে তোলা হলে পুলিসি হেফাজতের আবেদন জানাবে বেলডাঙ্গা থানার পুলিস বলে জানা গিয়েছে।
আগ্নেয়াস্ত্র অস্ত্র সহ এক দুস্কৃতি গ্রেপ্তার
শুক্রবার,২১/১২/২০১৮
596
বাংলা এক্সপ্রেস---