সামসেরগঞ্জে ৫লক্ষ টাকার জাল নোট সহ গ্রেপ্তার


শনিবার,২২/১২/২০১৮
476

বাংলা এক্সপ্রেস---

সামসেরগঞ্জঃ সামসেরগঞ্জে ৫লক্ষ টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক। ধৃত ব্যাক্তির নাম বাবর সেখ(২৪)। শুক্রবার গভীর রাত্রে সামসেরগঞ্জ থানার পুলিস গোপন সূত্রে খবর পেয়ে সামসেরগঞ্জ থানার পুঁটিমারী এলাকায় ওত পেতে থাকে। কিছুক্ষনের মধ্যেই পুলিসের জালে পা দেয় জালনোট পাচারকারী। পুলিস জালনোট পাচারকারী বাবর সেখকে আটক করে তল্লাশি চালিয়ে ২হাজার টাকার ২৫০টি জালনোট মোট ৫লক্ষ টাকার জালনোট উদ্ধার করে।

জালনোট পাচারের অভিযোগ তাকে গ্রেপ্তার করে সামসেরগঞ্জ থানার পুলিস। পুলিস সূত্রে জানা যায় ধৃতের বাড়ি সামসেরগঞ্জের কাঁকুড়িয়ার ফিল্ড এলাকায়, শুক্রবার রাত্রে সে জালনোটগুলি নিয়ে ঝাড়খন্ডের পাকুড় এলাকায় যাচ্ছিল পাচার করার উদ্দেশ্যে। পুলিস সেই সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। শনিবার ধৃতকে আদালতে তোলা হলে ৭দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিস। তবে এই পাচার চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত আছে বলে পুলিস সূত্রে খবর। পুলিস তাদের তদন্ত শুরু করেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট