ভারতী ঘোষের দেহরক্ষী কে তোলা হল ঘাটাল মহকুমা আদালতে


রবিবার,২৩/১২/২০১৮
574

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর : প্রাক্তন আই পি এস অফিসার ভারতী ঘোষের দেহরক্ষী সুজিত মন্ডল কে রবিবার সকালে তোলা হল ঘাটাল মহকুমা আদালতে। শনিবারই দিল্লির মালব্য নগরী থেকে গ্রেপ্তারের পর সুজিত মন্ডল কে নিয়ে আসা হয় ভবানী ভবনে। এদিন সকালে ভবানী ভবন থেকে সোজা ঘাটাল নিয়ে আসা সুজিত মন্ডল কে। উল্লেখ্য সুজিত মন্ডল দাসপুরে সোনা চুরি ও তোলা বাজির মত দুটি মামলায় অভিযুক্ত। পাশাপাশি মেদিনীপুর কোতোয়ালি থানায় দায়ের হওয়া আয় বহির্ভূত সম্পত্তির মামলাতেও অভিযুক্ত রয়েছে ধৃত সুজিত মন্ডল। সুজিত কে জেরা করেই ভারতী ঘোষ অব্দি পৌছাতে চাইছে সি আই ডি ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট