পশ্চিম মেদিনীপুর : আজ ডেবরা ব্লকের কুল্যা অবিনাশচন্দ্র মেমোরিয়াল হাইস্কুলে সুবর্ণ জয়ন্তী বর্ষ পূর্তি উৎসব-২০১৮ শুভ উদ্বোধন করেন ডেবরা ব্লকের বিধায়িকা সেলিমা খাতুন বিবি, বিদ্যাসাগর ও স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তির উন্মোচন করেন স্বামী জয়েশানন্দ প্রধান শিক্ষক রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন (পশ্চিম মেদিনীপুর), এই ইস্কুল সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান কর্ম সূচি রয়েছে ও ছাত্রছাত্রী দের জন্য সাইকেলস্যান্ড উদ্বো ধন করেন বিধায়িকা সেলিমা খাতুন বিবি। ছাত্রছাত্রী যাতে ভালো পড়াশুনা করে ও পরীক্ষার রেজাল্ট ভালো ফল করেন তার জন্য সকলে বক্তব্য বলেছেন। শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন ডেবরা ব্লকের বিধায়িকা সেলিমা খাতুন বিবি, স্বামী জয়েশানন্দ,সৌমেন মহাপাত্র সেচ মন্ত্রী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারেরে ,স্কুলের প্রধান শিক্ষক রতিকান্ত সামন্ত ও বিবেক মুখার্জি কৃষি কর্মাধ্যক্ষ অন্যান্য ব্যাক্তিগন।
কুল্যা অবিনাশচন্দ্র মেমোরিয়াল হাইস্কুলে সুবর্ণ জয়ন্তী বর্ষ পূর্তি উৎসব-২০১৮
রবিবার,২৩/১২/২০১৮
719
বাংলা এক্সপ্রেস---