ক্রিসমাস নিয়ে চারিদিকে উন্মাদনা তুঙ্গে


সোমবার,২৪/১২/২০১৮
775

বাংলা এক্সপ্রেস---

কথায় আছে, বাঙালীর বারো মাসে তেরো পার্বণ। তাই পূজার মরশুম যেতেই হেমন্তের হিমেল হাওয়া বয়ে এনেছে আরও এক উৎসবের মুহূর্ত। হাতে মাত্র একদিন, তারপরেই ক্রিসমাসে মাততে চলেছে আপামর বাঙালী। সেই উপলক্ষেই সাজো সাজো রব চতুর্দিকে। সেজে উঠছে রায়গঞ্জের ছটপড়ুয়া এলাকায় অবস্থিত চার্চ, রায়গঞ্জের ক্যারিটাস। এদিকে রায়গঞ্জ পুরসভার উদ্যোগে এই বছর ক্রিসমাস উপলক্ষে কার্নিভালের আয়োজন চলছে জোড় কদমে।

আলোয় সাজিয়ে তোলা হচ্ছে শহরের সুপার মার্কেট এলাকা। বড়দিন উপলক্ষে জমে উঠেছে পসরাও। নানানরকম কেক, সান্তার পুতুল, স্টার, ক্রিসমাস ট্রি, সান্তা ক্যাপ সহ নানান জিনিস মিলছে সেইসব দোকানে। উৎসবে মাতোয়ারা শহরবাসীর ভিড় দেখা গিয়েছে সুসজ্জিত পসরা গুলিতে। রায়গঞ্জ পুরসভা সূত্রে জানা গেছে, ২৫ ডিসেম্বর শহরের পথে ঘোরাফেরা করবে সান্তাক্লজ। শিশুদের চকোলেট বিতরণ করবে সান্তারা। সেদিন সকালে পুরসভাতে ফাদারের উপস্থিতিতে কেক ও পায়েস খাওয়ানোর আয়োজন করা হবে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট