সামসেরগঞ্জঃ সামসেরগঞ্জে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক। সোমবার রাত্রে সামসেরগঞ্জ থানার পুলিস সূত্র মারফত খবর পেয়ে নতুন ডাকবাংলো মোড় এলাকায় সন্দেহজনক ভাবে এক ব্যাক্তিকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪টি দেশী পিস্তল এবং ৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। বেআইনি অস্ত্র পাচারের অভিযোগে মহম্মদ শাওনাজ নামে ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করে। পুলিস ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে তার বাড়ি মুর্শিদাবাদের রঘুনাথগজ্ঞ থানার সুজাপুর এলাকায়। পুলিস সূত্রে খবর ধৃত শাওনাজ দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্র পাচারকারীদের কাছ থেকে নিয়ে পয়সার বিনিময়ে অস্ত্র পৌছে দেওয়ার কাজ করত। পুলিসের কাছে তাকে দীর্ঘদিন ধরে ধরার চেষ্টা করছিল। মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হবে।
সামসেরগঞ্জে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক
মঙ্গলবার,২৫/১২/২০১৮
548
বাংলা এক্সপ্রেস---