পশ্চিম মেদিনীপুর: পিকনিক স্পটে মৃত্য এক পর্যটকের। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার ঢলবাঁধ পিকনিক স্পটের। বন্ধুদের সাথে পিকনিক করতে গিয়েছিলো পাশের গ্রাম পেকালার বছর পঁচিশের হারু মন্ডল। স্থানীয় সূত্রে খবর, মদ্যপ অবস্থায় পিকনিক স্পটের জলাশয়ে স্নান করতে নেমে বেশামাল হয়ে উঠতে পারেনি হারু মন্ডল। স্থানীয়রা উদ্ধার করে চন্দ্রকোনা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। ঘটনায় শোকের ছায়া পরিবার সহ ওই পর্যটন কেন্দ্রে। খবর পেয়ে হাসপাতালে যায় পুলিশ।
পিকনিক স্পটে মৃত্যু এক পর্যটকের
বুধবার,২৬/১২/২০১৮
649
বাংলা এক্সপ্রেস---