ডেবরায় ফের তৃনমুলের গোষ্ঠী সংঘর্ষ, আহত ১


বুধবার,২৬/১২/২০১৮
593

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ১ নং ভবানীপুর অঞ্চলের আকালপৌষে তৃনমুলের গোষ্ঠী সংঘর্ষে আহত হয়েছে এক তৃনমুল কর্মী। নাম আশীষ ভুঁইয়া। বর্তমানে তিনি তৃনমুল কংগ্রেসের সোস্যাল মিডিয়া ফ্যামের সদস্য। আষীশের অভিযোগ আজ সকালে অতর্কিত ভাবে উক্ত অঞ্চলের উপপ্রধান জগন্নাথ মুলা তার দলবল নিয়ে হামলা চালায় আমার দোকানে। আমার কম্পিউটার ভেঙে ফেলে। আমাকে মারধর করে। পরে পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। অপরদিকে এই ঘটনায় জগন্নাথ মুলার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে, তার ফোন বন্ধ থাকে। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। আষীশ ভুঁইয়া পিন্টু কপি ও শিশির মাইতি অনুগামী বলে জানা গিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট