জোটে না ৬ হাজার টাকা বেতন, ২৯ ডিসেম্বর ভুখা মিছিল করবে শিক্ষাবন্ধুরা


শুক্রবার,২৮/১২/২০১৮
705

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: সর্বশিক্ষা মিশনের অধীন শিক্ষাবন্ধুদের সঙ্গে রাজ্য সরকার বঞ্চনা করে চলেছে বলে অভিযোগ করলেন বিশিষ্টজনেদের একাংশ। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এইসব শিক্ষাবন্ধুদের পাশে দাঁড়ান অশোক গঙ্গোপাধ্যায়, মীরাতুন নাহার, অম্বিকেশ মহাপাত্র, বোলান গঙ্গোপাধ্যায়, শাশ্বতী ঘোষরা। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় বলেন, বর্তমান সরকার শিক্ষাবন্ধুদের দাবির প্রতি কর্ণপাত করছে না। সমকাজে সমবেতন পাওয়ার যে সাংবিধানিক অধিকার তা থেকে বঞ্চনা করা হচ্ছে শিক্ষাবন্ধু পদে কর্মরতদের।

এদিনের সাংবাদিক সম্মেলনে যোগ দিয়ে শিক্ষাবিদ মীরাতুন নাহার মুখ্যমন্ত্রীর মানবিক মুখ নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর প্রশ্ন, এই সরকারের মনের বিবেক বস্তু কী উড়ে গেছে। বিশিষ্টজনেরা এদিন জানিয়ে দেন তাঁরা শিক্ষাবন্ধুদের সব ধরনের আন্দোলনে তাঁরা পাশে আছেন। আগামী ২৯ ডিসেম্বর শিয়াদহ থেকে ধর্মতলা পর্যন্ত ভুখা মিছিলের ডাক দিয়েছে শিক্ষাবন্ধু ঐক্যমঞ্চ। তাঁদের অভিযোগ, স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষাগত যোগ্যতা নিয়ে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেও ছ’হাজার টাকা বেতন পাচ্ছেন না তাঁরা।।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট