ফের থমকে গেল পাওয়ার গ্রীড টাওয়ার তৈরির কাজ, আবার উত্তপ্ত ভাঙ্গড়


শুক্রবার,২৮/১২/২০১৮
491

বাংলা এক্সপ্রেস---

ভাঙড়ের পাওয়ার গ্রীড কে কেন্দ্র করে আবারও উত্তাপ্ত এলাকা। আজ সকালে এলাকার সাধারণ মানুষ পাওয়ার গ্রীডের কাজ বন্ধ করে দেয়। নিজেদের দাবী পূরণ না হওয়ার এই কর্মসূচী বলে জানান জমি জীবিকা ও বাস্তু রক্ষ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা হাসান। এলাকায় পুলিশ প্রশাসন ও পাওয়ার গ্রীডের আধিকারীকরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেস্টা করলেও তা কার্যত ব্যর্থ্য। পাওয়ার গ্রীড নিয়ে একসময় রণক্ষেত্রে পরিণত হয়েছিলো ভাঙড়। ঘটনার পরিপেক্ষিতে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। সেসব এখন অতীত।

এখন আর নেই অলীক শর্মিষ্টা। নিজেদের দাবী দাবা নিয়ে নিজেরাই সচেষ্ট মির্জা হাসান, মোসারেফ মোল্লারা। সঙ্গে খামার আইট, পদ্মপুকুর সহ এলাকার সাধারন মানুষ। সব মিলিয়ে আজ সকাল থেকে আবার উত্তেজিত হয়ে ওঠে সাধারন মানুষ। তাদের দাবি মেনে না নিলে আবার অনিদির্স্টকালের জন্য কাজ বন্ধ হতে পারে বলে জানান স্থানীয়রা। পাওয়ার গ্রীড নিয়ে এর আগেও তাঁরা আন্দোলনে নেমেছিল, সরগরম হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। এই খবর উঠে এসেছিল বহুবার সংবাদের শিরোনামে। তবে অন্যদিকে আজ মুখ্যমন্ত্রীর জেলা সফরের দিনে আবারও উত্তপ্ত হয়ে উঠল ভাঙ্গর।

https://youtu.be/u6Iw-jmg6EE

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট