পাওয়ার সাব স্টেশনের কাজ বন্ধ করে দিল আন্দোলনকারীরা,ফের শিরোনামে ভাঙড়

সাদ্দাম হোসেন মিদ্দে, ও শুভ বিশ্বাস দক্ষিণ ২৪ পরগণা: দীর্ঘ লড়াই-সংগ্রাম ও তিন জন যুবকের প্রাণহানির পর দফায় দফায় আলোচনার মাধ্যমে শুরু হয়েছিল ভাঙড়ের পাওয়ার গ্রীডের বদলে পাওয়ার সাব স্টেশন তৈরীর কাজ।অশান্ত এলাকায় ফিরে এসেছিল শান্তির পরিবেশ।জোর কদমেই চলছিল কাজ।আবার বন্ধ হয়ে গেল পাওয়ার সাব স্টেশনের কাজ।ফের এলাকা উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করছে এলাকার মানুষ ।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর বুধবার সকালে সরকার এবং জমি,জীবীকা,বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী কাজ না হওয়ার কারণে আন্দোলনকারীরা শ্রমীকদের কাজে বাধা দেয়।পাওয়ার গ্রীড লাগোয়া মাছিভাঙা,খামারহাইট,উড়িয়াপাড়া,টোনা,শ্যামনগর,পদ্মপুকুর প্রভৃতি গ্রামের মানুষ এদিন জড়ো হয়।তাদের দাবী এলাকার শিক্ষা,স্বাস্থ্য,পরিকাঠামো উন্নয়ণসহ একগুচ্ছ প্রকল্প ঘোষণা করা হয়েছিল।ছিল কিষাণ মান্ডি তৈরির প্রতিশ্রুতি।আন্দোলন কারীদের উপর থেকে পুলিশের রুজু করা সমস্ত ধরণের মামলা তুলে নেওয়ার কথাও চুক্তিতে ছিল।শর্ত সাপেক্ষে পাওয়ার গ্রীডের বদলে শুরু হয়েছিল পাওয়ার সাব স্টেশন তৈরির কাজ।

শর্ত ও প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার উন্নয়ণ,কিষাণ মান্ডি তৈরী,মামলা প্রত্যাহার কোন কিছুর অগ্রগতি হয়নি বলে জমি কমিটি ও আন্দোলনকারীদের অভিযোগ।সেই কারণেই আবার কাজ বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে তারা।ঘটনার খবর পেয়ে সিআই ভাঙড় উত্তর সার্কেল এবং কাশিপুর থানার ইন্সপেক্টর ইন চার্জের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।তারা গ্রামবাসীদের নানা ভাবে বোঝানোর চেষ্টা চালিয়েও ব্যার্থ হন।উল্টে পুলিশকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় এলাকাবাসীর।যে সব শর্ত দিয়ে সাব স্টেশন তৈরির কাজ শুরু করা হয়েছিল তা নিয়ে ফের আলোচনা বসার কথা বলে কাজ বন্ধের ব্যাপারে তারা অনড় থাকে।তাদের কথা আগে উন্নয়ণ মূলক কাজ গুলি করতে হবে ,তুলে নিতে হবে সকল মামলা ,তবেই সাব স্টেশনের কাজ করতে দেওয়া হবে।অন্যথায় কাজ শুরু করতে দেওয়া হবেনা।

ঘটনাস্থলে আসেন পাওয়ার গ্রীড কর্পোরেশন লিমিটেড অব ইন্ডিয়ার আধিকিরীরাও।কাজ বন্ধ করে দেওয়া বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া হয়।সংবাদ মাধ্যমের কাছে তারা অবশ্য কিছু বলতে অস্বীকার করেন।অপরদিকে আধিকারীকরা গ্রামবাসীদের তোপের মুখে পড়েন।

জমি কমিটির যুগ্ম সম্পাদক মির্জা হাসান ও মোসারেফ হোসেন এবিষয়ে বলেন,যে সমস্ত প্রতিশ্রুতি অনুযায়ী সাব স্টেশন তৈরির কাজ শুরু হয়েছিল তা পূরণ করা হচ্ছেনা।তাই বাধ্য হয়ে এলাকার মানুষ কাজ বন্ধ করে দিয়েছে।ফের বৈঠকে বসে মামলা প্রত্যাহার ও উন্নয়ণ মূলক কাজের অগ্রতির ব্যাপারে কাজ শুরু করতে হবে।তা না হয়ে শুধুমাত্র সাব স্টেশনের কাজ হলে গ্রামবাসীরা তা মানবে না।উন্নয়ণের কাজ ও মামলা প্রত্যাহার না হলে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ করে দেওয়া হবে বলেও তাদের হুশিয়ারী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তিনদিনের সফরে দক্ষিণ ২৪ পরগণা জেলাতে অবস্থান করছেন।বুধবার তাঁর সুন্দরবনের নামখানায় প্রশাসনিক বৈঠক করার কথা ছিল।সেই কারণে ভাঙড়ের রাজনৈতিক নেতৃত্ব এবং পুলিশ ও প্রশাসনের আধিকারীকরা নামখানার উদ্দেশ্য রওনা দেন।এরই মাঝখানে সাব স্টেশনের কাজ ফের থমকে যাওয়ার খবরে অস্বস্তি বেরেছে।কাজ বন্ধের খবর পৌঁছায় মুখ্যমন্ত্রীর কানে।প্রশাসনিক বৈঠক থেকেই তিনি ভাঙড় সমস্যার দ্রুত সমাধান করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

admin

Share
Published by
admin

Recent Posts

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ: মন্তব্য করলেন চন্দ্রিমা ভট্টাচার্য

রাজভবনের এক কর্মীর অভিযোগ হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। রাজভবনে অস্থায়ী কর্মী হিসেবে…

19 hours ago

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নিজে রক্তদান করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব

সামাজিক বার্তা, পরিবেশ বার্তা। নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নিজে রক্তদান করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী…

19 hours ago

কুণাল ঘোষকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিল রাজনীতির অবসান বা শুরু?

রাজনীতির সময়ে অনেক সময় আসে যখন সাধারণভাবে একজন রাজনৈতিক কর্মীর কাছে এক পদ দিয়ে দেওয়া…

3 days ago

রজনীকান্ত এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সব রেকর্ড ভেঙে দিলেন

তিনি ভারতীয় তামিল চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। শুধু তামিল ভাষাতেই হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার…

3 days ago

নির্মাতা অনিরুদ্ধ’র আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া

কলকাতার নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ নামের হিন্দি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশী…

3 days ago

বলিউড ডিভা শিল্পা শেঠির সম্পত্তির সম্পত্তি বাজেয়াপ্তি: সন্তানসহ মুম্বাই ছেড়ে প্রত্যাবর্তন

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তার আর্থিক মুদ্রার এক ধারালো নিয়ে সম্পত্তি বাজেয়াপ্তি…

3 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: