গত এক মাস আগে ত্রিপুরা থেকে একটি গুরূপের সাথে কোলকাতায় ঘুরতে এসে দল থেকে হারিয়ে যায় অনিল দাস(70), তারপর থেকে রাস্তায় রাস্তায় ঘুরে যা পেতো তাই খেতো, কদিন আগে রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে কোন্নগড়ে চলে আসেন অনিল দাস।গত দুদিন আগে কোন্নগড়ের নবচেতনা নামে একটি সেচ্ছাসেবী সংগঠন কম্বল বিতরণ করার সময় এই বিদ্ধ অনিল দাস কে দেখতে পায় তারপর জিজ্ঞেস করে আপনি কোথায় থাকেন, তখন বৃদ্ধ অনিল দাস বলেন আমি ত্রিপুরা রাঙ্গামাটি এলাকায় থাকি।
তারপর ওই সেচ্ছাসেবী সংঘঠন ত্রিপুরার রাঙ্গামাটি এলাকার বিরপুর পুলিশ স্টেশনে যোগাযোগ করলে তাঁরা অনিল দাসের বাড়ির লোকের সাথে যোগাযোগ করে। অনিল দাসের ছেলে সঞ্জিত দাস বাবাকে দেখতে পেয়ে খুব খুশি হয় ও বাবাকে নিতে ত্রিপুরা থেকে ছুটে আসে আজ। উত্তরপাড়া থানার সাহায্যে আজ তাঁর ছেলের হাতে তুলে দেয় নবচেতনা সেচ্ছাসেবী সংঘঠন।
Auto Amazon Links: No products found.