সাব স্টেশন জট কাটাতে রুদ্ধদার বৈঠকে ভাঙড়ের জমি কমিটি ও প্রশাসন


শুক্রবার,২৮/১২/২০১৮
445

বাংলা এক্সপ্রেস---

ভাঙড়: ছোট্ট বিরতির পর আবার শিরোনামে ভাঙড়। ফের থমকে যায় সাব স্টেশন তৈরীর কাজ। কাজ পুনরায় শুরু করতে ভাঙড়ের পোলেরহাট ২ জিপি অফিসে চলছে রুদ্ধদার বৈঠক। জমি কমিটির প্রতিনিধি দলের সঙ্গে দীর্ঘ আলোচনা সারছেন পুলিশ-প্রশাসন ও পাওয়ার গ্রীড কর্পোরেশন লিমিটেড অব ইন্ডিয়ার আধিকারীকরা। উপস্থিত রয়েছেন ভাঙড় ২ ব্লকের বিডিও কৌশিক কুমার মাইতি, বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সৈকত ঘোষ,ভাঙড় উত্তর সার্কেলের সিআই সৌগত রায় ও কাশিপুর থানার ওসি বিশ্বজিত ঘোষ।

অন্যদিকে জমি কমিটির পক্ষে দুই যুগ্ম সম্পাদক মির্জা হাসান ও মোসারেফ হোসেন সহ গ্রামবাসীরা রয়েছেন।সূত্রের খবর শুক্রবার সকাল ১১ টা থেকে বৈঠক শুরু হয়েছে। ২ টা অবধিও বৈঠক চলছে বলে জানা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক শেষ হবে। আলোচনায় কি বেরিয়ে আসে তার আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। দেখার বিষয় কোন সমাধান সূত্র বেরিয়ে নতুন করে সাব স্টেশনের কাজ শুরু হয় কিনা। উল্লেখ চুক্তি বা শর্ত মেনে এলাকার উন্নয়ণ না হওয়া ও আন্দোলনকারীদের উপর থেকে পুলিশের রুজু করা মামলা প্রত্যাহার না হওয়ার অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে কাজ বন্ধ করে দেওয়া হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট