পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে তৈরি হবে একটি দমকল কেন্দ্র। ডেবরা এবং সবং ব্লকের বিস্তৃত এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে এতদিন খড়গপুর কিম্বা মেদিনীপুর দমকল কেন্দ্রের ওপর নির্ভর করতে হতো। সবংয়ের বিধায়ক গীতা ভুঁইয়া বলেন, এইসব এলাকার অধিকাংশ অগ্নিকাণ্ডের ঘটনাতেই দেখা গেছে ৫০-৬০ কিলোমিটার দূরের ওইসব দমকল কেন্দ্রগুলি থেকে গাড়ি এসে পৌঁছানোর আগেই সব পুড়ে শেষ হয়ে যায়। এজন্য সবংয়ে একটি দমকল কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। সেইমতো আজ দমকল কেন্দ্রের জন্য এলাকা পরিদর্শন করেন সবংয়ের বিডিও অভিজিৎ ব্যানার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি হাজরা বিবি এবং দমকল বিভাগের আধিকারিক রতন কুমার হালদার।
পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে তৈরি হবে একটি দমকল কেন্দ্র
শনিবার,২৯/১২/২০১৮
455
বাংলা এক্সপ্রেস---