দৌলতাবাদে পানের বরজ আগুনে ভষ্মীভুত


শনিবার,২৯/১২/২০১৮
681

বাংলা এক্সপ্রেস---

দৌলতাবাদঃ দৌলতাবাদে পানের বরজে আগুন লেগে ভষ্মীভূত। প্রায় ১০কাঠা পানের বরজে আগুন লাগে শুক্রবার রাত্রি ১০টা নাগাদ। জমির মালিক কুদ্দুস সেখ জানান যে, হঠাৎই রাত্রি ১০টা নাগাদ দৌলতাবাদের ঘাসিপুরে তার পানের বরজে আগুন লেগে ভষ্মীভূত হয়ে যায়। প্রায় লক্ষাধিক টাকার পান পুড়ে নষ্ট হয়ে গেছে। তিনি বলেন কেউ হিংসা করে আমার পানের বরজে আগুন লাগিয়ে দিয়েছে। ঘটনার পরিপেক্ষিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখবে পুলিস।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট