বর্ষবরনে মাতোয়ারা বিশ্ব


সোমবার,৩১/১২/২০১৮
388

বাংলা এক্সপ্রেস---

আজ বর্ষবরনে রাতে মাতোয়ারা বিশ্ব। সাল শেষের আনন্দ চেটেপুটে উপভোগ করতে সকলেই মেতে উঠেছে। বর্ষবরন উপলক্ষে রয়েছে আটোসাটো নিরাপত্তা। কলকাতার বিভিন্ন জায়গা গুলি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সব মিলিয়ে পুরাতনকে বিদায় জানাতে প্রস্তুত গোটা বিশ্ববাসী। ইতিমধ্যে অক্ল্যান্ড, অস্ট্রেলিয়া এই সকল দেশগুলিতে নিউ ইয়ার পালন শুরু হয়েগেছে। কলকাতাতে চলছে এই মুহুর্তে বর্ষবরনের কাউন্টডাউন। বার, ডিস্কো ও পাব গুলিতে উপছে পরছে ভিড়। তিলোত্তমা কলকাতা সেজে উঠেছে নতুন সাজে। সাল শেষের আনন্দ সাথে নতুনকে স্বাগত জানাতে আজ আনন্দে মাতোয়ারা সব বয়সের মানুষ।

কলকাতার পার্ক্স স্ট্রীট চত্বর রঙ্গীণ আলোয় সেজে উঠেছে, সেখানে ভিড় জমিয়েছে আট থেকে আশি সব বয়সের মানুষ। আজ সকাল থেকে ইকোপার্ক ও ভিক্টোরিয়া চত্বরে ভিড় ছিল চোখে পড়ার মত।কলকাতার বিভিন্ন জায়গায় রয়েছে বেনজির পুলিশিব্যাবস্থা। এছাড়া সুত্রের খবর মদ্যপ অবস্থায় কেউ গাড়ি চালালে তাঁর বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে। এছাড়া বিভিন্ন ধরনের অপ্রীতিকর ব্যাবস্থা এড়াতে এই নিরাপত্তা বলয় তৈরি কড়া হচ্ছে। সুত্রের খবর, পার্কস্ট্রীট চত্বরে বসানো হয়েছে ১১০ টি সিসি ক্যামেরা। তাই সাল শেষের আনন্দ যাতে কিছুতেই মাটি হয়ে না যায় এছাড়া সর্ব সাধারনকে নিরাপত্তার দিকে নজর রয়েছে প্রশাসনের।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট