সি আর পি এফের উদ্যোগে ৩০ জন দরিদ্র শ্রেনীর পিছিয়ে পড়া মহিলারা পাচ্ছে বিনা পয়সায় ট্রেলারিং এর প্রশিক্ষণ


মঙ্গলবার,০১/০১/২০১৯
626

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: আজ লালগড়ে সি আর পি এফের ৫০ নম্বর ব্যাটেলিয়ানের ব্যবস্থাপনায় ৩০ জন দরিদ্র শ্রেনীর পিছিয়ে পড়া মহিলাকে বিনা পয়সায় ট্রেলারিং এর প্রশিক্ষণ দেওয়া শুরু হল| মোট দু মাস ধরে চলবে এই ট্রেনিং ক্লাস এবং প্রশিক্ষণের শেষে প্রত্যেক প্রশিক্ষণ নেওয়া মহিলাকে একটি করে সেলাই মেশিন এবং অনান্য যন্ত্রাদি বিনা পয়সায় দেওয়া হবে বলে জানান সি আর পি এফ ৫০ নং এর সিও বজরঙ্গী লাল| সি আর পি এফের এই উদ্যোগে খুশী সাধারণ এলাকাবাসীও| প্রশিক্ষণ রত জুঁই মাইতি বলেন “সি আর পি এফ আমাদের মতো গরীব মহিলাদের এই প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করে তুলতে উদ্যোগী হয়েছে তাতে আমরা খুব খুশী|”

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট