সাঁকরাইল থানার খাসজঙ্গল এলাকার জঙ্গলের মধ্যে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার


মঙ্গলবার,০১/০১/২০১৯
952

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: সোমবার সাঁকরাইল থানার খাসজঙ্গল এলাকার জঙ্গলের মধ্যে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করল পুলিস। মৃতদেহর পাশে বিষের প্যাকেট উদ্ধার করেছে পুলিস। পুলিস জানিয়েছে, মৃত মায়ের নাম প্রমিলা মাহাত (৬৫) ও মেয়ের নাম চঞ্চলা মাহাত (৪০)। তাঁদের বাড়ি ধানঘোরি গ্রাম পঞ্চায়েতের জামবেদিয়া গ্রামে। স্থানীয় পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রমিলাদেবীর দুই ছেলে ও দুই মেয়ে।

দুই ছেলে আলাদা আলাদা বাড়িতে থাকেন। দুই অবিবাহিতা মেয়ে ও মা একসঙ্গে বাড়িতে থাকতেন। প্রতিবেশিদের দাবি, মা ও মেয়েদের মধ্যে প্রায়ই গন্ডগোল হত। গত শনিবারও গন্ডগোল হয়েছিল। তারপর দুপুরে আত্মীয় বাড়ি যাওয়ার নাম করে মা ও বড় মেয়ে চঞ্চলা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। এদিন সকালে জামবেদিয়া গ্রামের পাশের খাসজঙ্গল এলাকার জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন স্থানীয় লোকজন।

তাঁরা মা ও মেয়েকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের পুলিস মর্গে পাঠায়। পুলিস জানিয়েছে, পারবিারিক গন্ডগোলের জেরে মা ও মেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। মৃতদেহের পাশে বিষের প্যাকেট উদ্ধার হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট